কাবের আলী বলেন, আমার পাঁচ শতক ক্রয়কৃত জমি জোর করে দখল করে কাজ করছে মৃত আতাহার মোল্লার ছেলে মোঃ কালু মিয়া,মোঃ বাবুল আলী,মোঃ পল্টু মিয়া ও মোঃ বজলুর রহমান।
সম্পত্তির ওপর বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা জোর করে ঘর নির্মাণ করছে।আমরা বাধা দিতে গেলে তারা বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে।প্রশাসন যখন আসে তখন তারা পালিয়ে যাই আর প্রশাসন চলে গেলে আবার কাজ শুরু করে।
তিনি আরো বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে যারা জমি পাবে তারাই নেবে এটাই আমরা চায়। আমরা চাই এর একটা সুষ্ঠু সমাধান হোক।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গাংনী থানার উপপরিদর্শক (এসআই) মো. সইবুর রহমান বলেন, নোটিশ করা হয়েছে কাজ না করার জন্য।
Leave a Reply