গাংনী (মেহেরপুর) প্রতিনিধি: মেহেরপুরে গাংনীতে বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) সকাল ৯টার সময় গাংনী উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের কার্যালয় থেকে বঙ্গবন্ধু সৈনিক লীগের মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক নিলুফার ইয়াসমিনের নেতৃত্বে র্যালি বের করে শহিদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সৈনিক লীগের সভাপতি জিয়াউল হক, গাংনী উপজেলা সৈনিক লীগে সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, গাংনী উপজেলা সৈনিক লীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম হিটলার, গাংনী উপজেলা সৈনিক লীগের সহ-সভাপতি সোহেল রানাসহ বঙ্গবন্ধু সৈনিক লীগের গাংনী উপজেলা শাখার নেতাকর্মীরা।
Leave a Reply