মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে মমিনুর রহমান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মমঙ্গলবার সকাল ১০ টার দিকে সাহারবাটি ইউনিয়নের ধর্মচাকী গ্রামে এ ঘটনা ঘটে। মমিনুর রহমান উপজেলার ধর্মচাকী গ্রামের পশ্চিমপাড়ার ভ্যানচালক আব্দুস সালামের ছেলে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে শিশু মমিনুর রহমান খেলার ছলে বাড়ি থেকে বের হয়। ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশে স্থানীয় একটি পুকুরে শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে তার পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে। কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন তাকে মৃত ঘোষণা করেন। অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে গিয়ে শিশু মমিনুর রহমানের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply