মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে গার্মেন্টস শ্রমিক হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরদী স্কুলপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ঈশ্বরদী উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত।। ঈশ্বরদীতে কিডনি চিকিৎসায় হাসপাতাল করা সম্ভব– প্রফেসর ডাঃ কামরুল ইসলাম ঈশ্বরদীতে হেরোইন ও ইয়াবাসহ একজন আটক লালপুরে বিএসএড কলেজের উদ্বোধন ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় অটো ভ্যানচালক যুবকের মৃত্যু ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার “সংবাদ ভূমি” অনলাইন পোর্টালে প্রকাশিত মিথ্যা, বানোয়াট কাল্পনিক সংবাদে “বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ” এর তীব্র প্রতিবাদ রাজশাহীর বাঘায় বেল্লাল মন্ডলের ভয়ংকর অপরাধ সাম্রাজ্য
মেঘনা গ্রুপের বহরে যুক্ত হলো আরও চার জাহাজ

মেঘনা গ্রুপের বহরে যুক্ত হলো আরও চার জাহাজ

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পরিবারে যুক্ত হচ্ছে নতুন চারটি সমুদ্রগামী জাহাজ। দেশের ইতিহাসে এই প্রথম মেঘনা গ্রুপই সংযোজন করলো সদ্য নির্মিত নতুন জাহাজ। জাহাজ চারটি হলো মেঘনা ভিক্টোরি, মেঘনা প্রেস্টিজ, মেঘনা হোপ এবং মেঘনা প্রোগ্রেস।

নতুন এই চার জাহাজে কর্মসংস্থান হবে শতাধিক বাংলাদেশি নাবিকের। মেঘনা কর্তৃপক্ষ বলছে, জাহাজগুলো জ্বালানা সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। রোববার জাহাজগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। এরপরেই এক এক করে পণ্য নিয়ে সমুদ্রে ভাসবে এসব জাহাজ।

বিশ্বের বিভিন্ন সাগর-মহাসগর ও বন্দর দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশের প্রায় একশটি জাহাজ। এরমধ্যে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজেরই রয়েছে ১৮টি। মেঘনার বহরে এবার যোগ দিচ্ছে নতুন আরও চারটি জাহাজ। এনিয়ে প্রতিষ্ঠানটির সমুদ্রগামী জাহাজের সংখ্যা দাঁড়াবে মোট ২২টি।

কর্তৃপক্ষ বলছে দেশীয় পতাকাবাহী এই জাহাজগুলো সর্বাধুনিক প্রযুক্তির। এগুলোর পণ্য ধারণ ক্ষমতা ৬৬ হাজার মেট্রিক টন। নিজস্ব জাহাজ হওয়ায় তুলনামূলক কম খরচে পণ্য পরিবহন করা যাবে। সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা।

দেশীয় জাহাজের নিবন্ধন দিয়ে থাকে সরকারি প্রতিষ্ঠান মার্কেন্টাইল মেরিন অফিস। প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী মো: আবু তাহের বলেন, নতুন তৈরি বাল্ক ক্যারিয়ার জাহাজগুলোর সমুদ্র যাত্রা শুরুর প্রস্তুতি শেষ। এসব ক্যারিয়ার বেসরকারি মালিকানাধীন জাহাজের মধ্যে সবচেয়ে বড়।

প্রতিষ্ঠাটি বলছে, মেঘনার নতুন জাহাজগুলো আন্তর্জাতিক সবগুলো আইন মেনেই তৈরি এবং কম্প্লায়েন্টস। চারটি নতুন জাহাজে মেঘনা গ্রুপের বিনিয়োগ ১০৫ মিলিয়ন ডলার। প্রতি জাহাজে ২৫ জন নাবিকের কর্মসংস্থান হবে। বিদেশিদের মতো একই ক্যাটাগরিতে তারা বেতন পাবেন।

আন্তর্জাতিক সমুদ্র পথে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ২০১০ সাল থেকে জাহাজ পরিচালনায় যুক্ত হয়। মেঘনা গ্রুপ তাদের নিজেদের পণ্য পরিবহনের পাশাপাশি ভাড়ায় অন্যান্য প্রতিষ্ঠানের পণ্য পরিবহনও করে থাকে। বর্তমানে বাংলাদেশে আমদানি রপ্তানির প্রায় ২০ ভাগ পণ্য দেশীয় মালিকানাধীন জাহাজের পরিবহণ করার সক্ষমতা রয়েছে।

গত তিন বছরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক জাহাজ দেশীয় বহরে যুক্ত হয়েছে। আর এক্ষেত্রে অগ্রণী ভূমিকায় আছে মেঘনা গ্রুপ। মেঘনা গ্রুপের নতুন জাহাজ সংযোজনে নতুন কর্মসংস্থান তৈরি ও ডলার সাশ্রয়ের পাশাপাশি দেশের বাণিজ্য সম্প্রসারণেও ভূমিকা রাখবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions