ঢাকার মুগদায় একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরেকজন। মঙ্গলবার সকালে মুগদার একটি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন মীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৫টার দিকে বেস্ট ইয়েস্টার্ন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত মো. সাদ্দাম ট্রাকের হেলপার বলে জানিয়েছেন মুগদা থানার দায়িত্বরত কর্মকর্তা ও উপ-পরিদর্শক (এসআই) আনসার আলী।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুবায়দুল ইসলাম বলেন, ‘ভোরে পাম্প থেকে ট্রাকটি গ্যাস নিচ্ছিল। পাশে দাঁড়িয়ে ছিল চালকের সহযোগী। এমন সময় ট্রাকের গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে সাদ্দামের শরীর প্রায় ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং আহত হয় ট্রাকের এক শ্রমিক।
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকটির সিলিন্ডারে গ্যাসের চাপ বেশি হয়ে গিয়েছিল অথবা সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ ছিল। তবে, বিস্তারিত জানতে কাজ চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
Leave a Reply