মিছিলে ছাত্রদল কর্মী মতবিনিময়ে সাধারণ শিক্ষার্থী
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রদল কর্মীকে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের সঙ্গে ইবি শিক্ষার্থীদের মতবিনিময়ের সময় সাধারণ শিক্ষার্থী হিসেবে উপস্থাপন করেছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ।
জানা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ধারার রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে সারাদেশ মতবিনিময় শুরু করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারই অংশ হিসেবে গত ৫ নভেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সরাসরি লাইভ সম্প্রচার করেন ছাত্রদলের সাধারণ সম্পাদকের ফেসবুক একাউন্ট থেকে। লাইভ সম্প্রচারে দেখা যায় শাখা ছাত্রদলের কয়েকজন কর্মী সাধারণ শিক্ষার্থী হিসেবে ছাত্ররাজনীতি নিয়ে মতামত দিচ্ছেন।
কয়েকটি ছবি ও ভিডি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, শাখা ছাত্রদলের অন্তত তিন কর্মীকে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদককে বরণ করে নেওয়ার মিছিলে দেখা যায়। পরে মিছিলটি শহীদ মিনারে ফুল দিতে যান। যা প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।
ক্যাম্পাসের বটতলায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক উপস্থিত সাধারণ শিক্ষার্থীর সামনে নিজের পরিচয় দিয়ে ছাত্রদলের নতুন ধারার রাজনীতি নিয়ে মতামত জানতে চান। একপর্যায়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সামনে থেকে তার অনুসারী আশহাদুল ইসলামকে এই এই টাই পরা, ওই ছেলেটা, তোমার নাম কী? তুমি আগায় আসো। আহ্বায়কের আহ্বানে আশহাদুল একটু পিছনে থেকে এগিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদককের সামনে নিজের মতামত দেন।
শাখা ছাত্রদলের ওই তিন কর্মী শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের অনুসারী হিসেবে রাজনীতি করে বলে জানা যায়। তাঁদের পরিচয় হলো- আইন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আশহাদুল ইসলাম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আশরাফুল ইসলাম অপু ও লোক প্রশাসন ২০২২-২৩ শিক্ষাবর্ষের নিলয়।
এর আগে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নিজের কর্মী বাহিনী বাড়ানোর জন্য ছাত্রলীগের চার কর্মীকে শেল্টার দেওয়ার অভিযোগ রয়েছে।
Leave a Reply