মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের কাউন্সিলর ডেরেক শোলে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার (১৪ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বাংলাদেশ সফরে ৭ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন শোলে।
বুধবার (১৫ই ফেব্রুয়ারি) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ডেরেক শোলে বৈঠকে বসবেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুটি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন ডেরেক শোলে।
এদিকে, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসার কথা রয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোত্রার।
Leave a Reply