মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক নড়াইলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর ঈশ্বরদীতে কারামুক্ত বিএনপির ৩০ নেতাকর্মীকে গণ সংবর্ধনা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বৈঠক মধুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়ার সবুজ গুমের ঘটনায় ৯ বছর পর মামলা। ডোমারে ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীর কৃতি সন্তান আলী আহসান জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ রাজশাহী রেঞ্জ নতুন ডিআইজি যোগদান শেখ হাসিনার ট্রেনে গুলি: কারামুক্ত হলেন ঈশ্বরদী বিএনপি’র নেতা-কর্মী
দুর্নীতি মামলায় কারাদন্ড প্রাপ্ত মাউশি কর্মচারী জাকির হোসেন মল্লিক করছেন চাকুরি পাচ্ছেন বেতন ভাতা!

দুর্নীতি মামলায় কারাদন্ড প্রাপ্ত মাউশি কর্মচারী জাকির হোসেন মল্লিক করছেন চাকুরি পাচ্ছেন বেতন ভাতা!

মাউশির কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাদের ম্যানেজ করে

দুর্নীতি মামলায় কারাদন্ড প্রাপ্ত মাউশি কর্মচারী জাকির হোসেন মল্লিক করছেন চাকরি পাচ্ছেন বেতন ভাতা।

সালাউদ্দীন আহমেদ।। দুর্নীতি দমন কমিশন-দুদক কর্তৃক জ্ঞাত আয় বর্হিভূত মামলায় কারাদন্ড প্রাপ্ত আসামি ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের প্রধান সহকারি মো. জাকির হোসেন মল্লিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি এর কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা ও কলেজের অধ্যক্ষকে ম্যানেজ করে স্বপদে বহাল তবিয়তে করছেন চাকরি পাচ্ছেন প্রতি মাসে বেতন ভাতাদিসহ অন্যান্য সুযোগ-সুবিধা।। সরেজমিনে অনুসন্ধান, আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৬ আক্টোবর দুদকের সহকারি পরিচালক আ. সালাম আলী মোল্লা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি এর সাবেক উচ্চমান সহকারি বর্তমানে ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের প্রধান সহকারি মো. জাকির হোসেন মল্লিক ও তার স্ত্রীর শাহানাজ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগের দায়ে রমনা মডেল থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং- ৫৭(৫)১৯। মামলাটি তদন্ত করে একই ব্যক্তি ২০২০ সালের ৮ নভেম্বর দুই জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় বলা হয় মো. জাকির হোসেন মল্লিকের সহায়তায় স্ত্রী শাহানাজ হোসেন ১৫ লক্ষ ৭৮ হাজার ৬০০ টাকার মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন এবং দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৬ লক্ষ ৪২ হাজার ৩৫৪ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক ও শুনানি শেষে ২০২২ সালের ২১ ডিসেম্বর ঢাকার বিশেষ জজ আদালত- ৬ এর বিচারক আল আসাদ মো. আসাদুজ্জামান এর আদালত দোষি সাব্যস্ত পূর্বক মো. জাকির হোসেন মল্লিককে ৩ বছর সশ্রম কারাদন্ড ও পাশাপাশি ১ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়াও তার স্ত্রী শাহানাজ হোসেনকে এক ধারায় ১ বছরের সশ্রম কারাদন্ড ও পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত। আরেক ধারায় তাকে ৩ বছরের কারাদণ্ড ও পাশাপাশি ১৫ লক্ষ ২৮ হাজার ৬০০ টাকা অর্থদন্ড অনাদায়ে তাকে আরও ৬ মাস বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন আদালত। রায় ঘোষনার সময় জাকির হোসেন মল্লিক ও তার স্ত্রী শাহানাজ হোসেন আদালতে স্বশরীরে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। জাকির হোসেন মল্লিক ও তার স্ত্রী দীর্ঘদিন কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান। কিন্তু মো. জাকির হোসেন মল্লিক আদালত কর্তৃক কারাদন্ডের তথ্য গোপন করে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের আইন কর্মকর্তা মো. আল আমিন ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সাবিকুন নাহারকে ম্যানেজ করে কলেজের প্রধান সহকারি হিসেবে নিয়মিত চাকুরি করছেন এবং নিচ্ছেন বেতন ভাতাদিসহ কলেজের বিভিন্ন খাতের সম্মানি। অথচ সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪২ (১) ধারা মোতাবেক কোনো সরকারি কর্মচারি ফৌজদারি মামলায় আদালত কর্তৃক ১ বছর মেয়াদের অধিক মেয়াদের কারাদন্ডে দন্ডিত হলে, উক্ত দন্ড আরোপের রায় বা আদেশ প্রদানের তারিখ থেকে চাকরি হতে তাৎক্ষণিক ভাবে বরখাস্ত হবেন। এব্যাপারে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সাবিকুন নাহার বলেন, কলেজের প্রধান সহকারি মোঃ জাকির হোসেন মল্লিকের বিরুদ্ধে আদালতে একটি মামলা বিচারাধীন থাকায় তিনি সাময়িক বরখাস্ত আছেন। তিনি অফিস করছেন এবং খোরপোষ ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধাদি পাচ্ছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, কোন সরকারি কর্মচারী আদালত কর্তৃক ১ বছর মেয়াদের অধিক কারাদন্ডে দন্ডিত হলে তিনি তাৎক্ষণিক বরখাস্ত বলে গন্য হবেন। চাকরি করা বা খোরপোষ ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধাদি গ্রহণ করার কোন সুযোগ নেই। যদি এমনটি হয়ে থাকে তাহলে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions