শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে চরের জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪ গাইবান্ধা চেয়ারম্যান বরখাস্ত বাগাতিপাড়ায় প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন বদলগাছীতে বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও পহেলা বৈশাখ উদযাপন “ যৌথ বাহিনীর অভিযানে মাদক ও পাসপোর্ট জালিয়াতি চক্রের সদস্যকে গ্রেফতার দ্বীনি দাওয়াতের মাধ্যমে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আল্লাহভীরু নেতৃত্বের প্রয়োজন–অধ্যাপক মাজেদুর রহমান লালপুর থানা থেকে আসামি ছিনতাই মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার আওয়ামীলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত আটক- ৩ বাগাতিপাড়ায় সাংবাদিক পরিবারকে মারধর, আটক ২ বিএনপি ক্ষমতায় গেলে কৃষি সরঞ্জামের দাম কমানো হবে: হাবিবুর রহমান হাবিব
মহেশপুর সীমান্তে স্বর্ণের ১০টি বারসহ আটক ১

মহেশপুর সীমান্তে স্বর্ণের ১০টি বারসহ আটক ১

এম.এ.আর.নয়ন: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে স্বর্ণের ১০টি বারসহ মফিজুর রহমান (২৮) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বার পরিবহন ও নিজ জিম্মায় রাখার অপরাধে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত মফিজুর রহমান যশোরের শার্শা থানাধীন গেড়িপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক মাসুদ পারভেজ রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার রাজাপুর বাজার হতে এক ব্যক্তি স্বর্ণের বার পাচারের উদ্দেশ্য সীমান্ত এলাকায় গমন করবে এমন সংবাদ পায় বিজিবি। উক্ত সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানার দিক নির্দেশনা অনুযায়ী ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল নায়েক সিরাজুল ইসলামের নেতৃত্বে দুটি দলে বিভক্ত হয়ে রাজপুর এবং যাদবপুরের মধ্যে অবস্থান গ্রহণ করে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলযোগে এক ব্যক্তি রাজাপুর বাজার অতিক্রম করলে বিজিবি সদস্যরা তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার হেফাজত হতে দুটি কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় ১০টি স্বর্ণের বার। জব্দ করা হয় উদ্ধারকৃত আলামতসমূহ। জব্দকৃত এসব স্বর্ণের বারের ওজন এক কেজি ১৬৬.৪০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৯২ লক্ষ ৫০ হাজার টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের ও হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions