মুখের ভাষার জন্য প্রাণ দিয়ে বিরল ইতিহাস গড়েছে বাঙালি। প্রাণের ভাষা বাংলাকে বাদ দিয়ে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রতিবাদে গড়ে ওঠা দুর্বার আন্দোলনে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সালাম, জব্বার, শফিক, বরকত, রফিক প্রমুখের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ।
যার ফলে বাংলা ভাষা পায় রাষ্ট্রীয় মর্যাদা। তারই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন এবং একাত্তরে ৯ মাস পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মহান একুশের শহীদদের আত্মত্যাগ বিশ্বসভায় পেয়েছে অনন্য মর্যাদা। সেই রক্তাক্ত স্মৃতিবিজড়িত অমর একুশে ফেব্রুয়ারি আজ মঙ্গলবার। শোক আর গর্বের মহিমান্বিত একটি দিন। আজ জাতীয় শহীদ দিবস। দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও বিশ্বব্যাপী পালিত হচ্ছে। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গান গেয়ে শহীদদের স্মরণে শ্রদ্ধার ফুল হাতে মানুষের পদযাত্রায় মুখরিত শহীদ মিনার।
তারই ধারাবাহিকতায় ঈশ্বরদীর স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ড্যাফোডিলস্ পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঈশ্বরদী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ডিস্ট্রিবিউশন হাউস ড্যাফোডিলস্ এর শতাধিকারী ও ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মান্নান টিপু’র ব্যবস্থাপনায় ও বিজনেস ম্যানেজার তোফায়েল আহমেদ এবং রাজু আহম্মেদ সহযোগিতায় অত্র প্রতিষ্ঠানে সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
Leave a Reply