ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর জেলা স্কুল মোড় সংলগ্ন ফেরদৌস টাওয়ারের দ্বিতীয় তলায় আখি’স বিউটি বার এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার (১২ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখি’স বিউটি বার এর মালিক ও ময়মনসিংহ রয়েল মিডিয়া কলেজ এর লেকচারার আখি আকলিমা, ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগ নেত্রী মাহমুদা হোসেন মলি, ময়মনসিংহ ই-কমার্স কার্টের ফাউন্ডার এবং বাংলাদেশ বেতারের এনাউন্সার সাদিয়া আফরিন লুনা, ময়মনসিংহ ওমেন্স এন্টার এর এডমিন ও নারী উদ্যোক্তা নওশিন তারান্নুম মুনা।
কেক কাটার পূর্বে আখি’স বিউটি বার এর মালিক আখি আকলিমা বলেন আমাদের বিউটি বার সৌন্দর্য ও সেবা দানে ময়মনসিংহ নারীদের চেনা এবং আমরা সুপরিচিত। তাই একনিষ্ঠ সেবা, গুনগত মানের ব্যান্ডের প্রোডাক্ট, দক্ষ বিউটিশিয়ান ও ব্রাইডাল মেকাপ আর্টিস্ট এবং সৌন্দর্য চর্চা সকল বিভাগে আখি’স বিউটি বার বর্তমানে আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। তিনি আরোও বলেন আমাদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাস ব্যাপী ক্যাশ ব্যাক অফার চলছে । এছাড়া আরোও উপস্থিত ছিলেন রেহেনা পারভীন মেরী,মিথিলা পন্ডিত, আরতি অথৈ, গোলসানারা, পিয়াংকা দাস, সুতপা বন্ডেসহ অন্যরা।
Leave a Reply