ভাবতে গেলেই কষ্ট লাগে
দুঃখেই বহে ভরা স্রোত
কান্নায় ধরে আঁটকিয়ে মোরে
কেমনে দেখাই “মনের ক্ষোভ………….ব্যাথার তরে বিরাঙ্গনা
দেশান্তরি আমার মন
স্বপ্ন বিহীন চিও বলেই
তাই,তো আজি অকিঞ্চন ।জ্বালায় জলে অশ্রু আঁখি,
কান্নার মোহে আমি হাকি,
শত কন্দন রজনী দিবায়
ফের নাহি কেউ চাহিল………………
স্রাবণ-গিরিতে বেদনার বাঁধ
আপনা-আপনি বহিল।স্বপ্ন ভাঙ্গিয়া শুন্য লহরে
মিথ্যা করিল আপন লোক
কালের স্রোতে সেও,তো চলিল
রাখিয়া গেল “মনের ক্ষোভ”……………. !!কবিতা পরিচিতিঃ
কবিতাঃ মনের ক্ষোভ।
রচনা স্থানঃ মাধবদী,নরসিংদী ।
রচনা কালঃ… ২০১৯
সংস্করণঃ…….২০২২
Leave a Reply