নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে এগারসিন্দুর গোধূলি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার সাত ঘণ্টা পর ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (১৫ই ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছেন কিশোরগঞ্জ স্টেশন মাস্টার মো. ইউসুফ।
কিশোরগঞ্জ স্টেশন মাস্টার জানান, মঙ্গলবার (১৪ই ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা এগারোসিন্দুর গোধূলি ট্রেনটি কিশোরগঞ্জ প্রবেশের পর ইঞ্জিন ঘুরানোর সময় লাইনচ্যুত হয়।
এতে কিশোরগঞ্জের সঙ্গে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রাত ৩টার দিকে ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। ভোরে ইঞ্জিনটি লাইনে উঠানো হয়। বুধবার ভোর সাড়ে ৬টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
Leave a Reply