শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে চরের জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪ গাইবান্ধা চেয়ারম্যান বরখাস্ত বাগাতিপাড়ায় প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন বদলগাছীতে বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও পহেলা বৈশাখ উদযাপন “ যৌথ বাহিনীর অভিযানে মাদক ও পাসপোর্ট জালিয়াতি চক্রের সদস্যকে গ্রেফতার দ্বীনি দাওয়াতের মাধ্যমে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আল্লাহভীরু নেতৃত্বের প্রয়োজন–অধ্যাপক মাজেদুর রহমান লালপুর থানা থেকে আসামি ছিনতাই মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার আওয়ামীলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত আটক- ৩ বাগাতিপাড়ায় সাংবাদিক পরিবারকে মারধর, আটক ২ বিএনপি ক্ষমতায় গেলে কৃষি সরঞ্জামের দাম কমানো হবে: হাবিবুর রহমান হাবিব
ভুটানে দক্ষতা ও সক্ষমতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করলেন তথ্য প্রতিমন্ত্রী

ভুটানে দক্ষতা ও সক্ষমতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করলেন তথ্য প্রতিমন্ত্রী

ভুটানে দক্ষতা ও সক্ষমতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করলেন তথ্য প্রতিমন্ত্রী

ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুকের নির্দেশে ২০২১ সালে চালু হওয়া বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি ডি-সুং স্কিলিং প্রোগ্রামের (ডিএসপি) প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

গতকাল শুক্রবার ভুটানের রাজধানী থিম্পুর তাবায় এ প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করেন মোহাম্মদ আলী আরাফাত। প্রশিক্ষণকেন্দ্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁকে স্বাগত জানায়। পরে ভুটানে চলমান দক্ষতা ও সক্ষমতা উন্নয়নবিষয়ক দুটি কর্মসূচি ডি-সুং প্রোগ্রাম এবং ডি-সুং স্কিলিং প্রোগ্রাম সম্পর্কে জানানো হয়।

প্রতিমন্ত্রীকে প্রশিক্ষণকেন্দ্রের সুযোগ-সুবিধাগুলো ঘুরিয়ে দেখানো হয়। সেখানে সিরামিক, মেটাল স্মিথিং ও সোর্ড অ্যান্ড ব্লেড ওয়ার্কশপে প্রদর্শিত কারুশিল্প পরিদর্শন করেন তিনি।

ডি-সুং স্কিলিং প্রোগ্রাম হলো ভুটানের রাজার নির্দেশে চালু হওয়া বিশেষ একটি কর্মসূচি। এই কর্মসূচির মূল উদ্দেশ্য সেখানকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে সামর্থ্য ও দক্ষতা বৃদ্ধি করে অর্থবহ, উৎপাদনশীল এবং নেতৃত্ব দিতে সক্ষম করে গড়ে তোলা, যাতে তাঁরা সমৃদ্ধ জীবন যাপন করতে পারেন।

এই বিশেষ কর্মসূচির আওতায় নেটওয়ার্কিং, ওয়েব ডেভেলপমেন্ট, ই-কমার্স, উডওয়ার্কস, লাইটিং ও বিদ্যুতের কাজে ব্যাচভিত্তিক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।

ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুকের আমন্ত্রণে বর্তমানে ভুটান সফর করছেন মোহাম্মদ আলী আরাফাত। সফর শেষে রোববার দুপুরে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions