মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৫ অপরাহ্ন

ভারতে গরু পাচারকারী সন্দেহে দুজনকে পুড়িয়ে হত্যা

ভারতে গরু পাচারকারী সন্দেহে দুজনকে পুড়িয়ে হত্যা

ভারতের রাজস্থান থেকে দুই যুবককে গরু পাচারকারী সন্দেহে অপহরণের পর পুড়িয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার হরিয়ানার ভিওয়ানি জেলার বারওয়াস গ্রাম থেকে পুড়িয়ে দেওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার হয়েছে তাদের কঙ্কাল। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি রাজস্থানের ভারতপুর থেকে অপহৃত। গরু পাচারকারী সন্দেহে তাদের অপহরণ করে খুন করা হয়েছে।

ভিওয়ানির লোহারু পুলিশের ডেপুটি সুপার জগৎ সিংহ জানিয়েছেন, নিহতদের নাম নাসির (২৫) ও জুনাইদ ওরফে জুনা (৩৫)। তারা ভারতপুরের ঘাটমিকা গ্রামের বাসিন্দা।

ভারতপুরের থানায় ওই দুই ব্যক্তিকে অপহরণের অভিযোগে এফআইআর করা হয়েছিল। তাতে বলা হয়েছিল বুধবার একটি গাড়িতে চেপে বাড়ি থেকে বের হয়েছিলেন তারা। কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তারা।

এ সময় আট থেকে ১০ ব্যক্তি তাদের অপহরণ করেন। পরে খুন করেন। থানায় এ ব্যাপারে অভিযোগ করেন নাসির ও জুনাইদের চাচাতো ভাই ইসমাইল। তার অভিযোগ, এই কাজ করেছিলেন বজরং দলের কয়েকজন সদস্য।

বৃহস্পতিবার সকালে হরিয়ানার লোহারুর এক বাসিন্দা পুলিশে খবর দেন। তিনি জানান, সেখানে একটি পুড়ে যাওয়া গাড়িতে দুটি দগ্ধ কঙ্কাল রয়েছে।

হরিয়ানার লোহারুর ডিএসপি জগৎ বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৮টায় ভিওয়ানির লোহারুতে পুড়ে যাওয়া একটি গাড়িতে দগ্ধ দুটি কঙ্কাল মিলেছে। ফরেনসিক এবং অন্য দল ঘটনাস্থলে পৌঁছেছে। গাড়িতে আগুন লেগে দুজনের মৃত্যু হয়েছে, নয়তো দুজনকে পুড়িয়ে মারা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। কঙ্কাল দুটি থেকে নমুনা নিয়ে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ভারতপুরের আইজি গৌরব শ্রীবাস্তব জানিয়েছেন, এফআইআরে যাদের নাম রয়েছে, তাদের খোঁজ শুরু হয়েছে। তাদের ধরার জন্য পৃথক একটি দল গঠন করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions