রিয়াল মাদ্রিদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন ব্রাজিল তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। চলতি মৌসুমের ৩৬ ম্যাচে ১৮ গোল ও ৯ অ্যাসিস্ট ভিনিকে করিম বেনজেমা কিংবা লুকা মদ্রিচদের মধ্যে জনপ্রিয় করে তুলেছে। তাই তো রিয়াল বস ব্রাজিল তারকার ওপর চোখ বন্ধ করে ভরসা রাখছেন।
বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত রাত ২টায় কোপা দেল রে’র সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সবশেষ স্প্যানিশ সুপার কাপের লড়াইয়ে জয় পেয়েছিল বার্সা। তাই এবার প্রতিশোধের অপেক্ষায় লস ব্লাঙ্কোসরা।
রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘ভিনিসিউস যেভাবে এগিয়ে যাচ্ছে, সেটি দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। তার ওপর এই মুহূর্তে দল নির্ভর করছে। কারণ সে বিশ্বসেরাদের মধ্যে একজন।’
বার্সার ম্যাচকে ঘিরে আনচেলত্তি বলেন, ‘আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি, তাতে আত্মবিশ্বাস রয়েছে। ম্যাচটিতে সমানতালে আক্রমণ এবং প্রতিরক্ষার চেষ্টা করা হবে। যেহেতু তারা খুব ভালো দল, সেহেতু আমাদেরও এগিয়ে থাকতে হবে। ফাইনালের খুব কাছে আমরা, এখন শুধু জয় নিয়ে উপভোগ করার পালা।’
জার্মান তারকা আন্তোনিও রুডিগার সম্পর্কে বলেন, ‘সে সব সময়ই ফোকাসড থাকে। সে তার জায়গা থেকে অনেক উন্নতি করেছে। বল দখলে তার কর্তৃত্ব বেড়েছে। তার সঙ্গে যদি মিলিতাও থাকে তাহলে দল আরও শক্তিশালী থাকে।’
এর আগে ক্লাসিকোতে স্প্যানিশ সুপার কাপে হারের মুখ দেখেছে রিয়াল। সে বিষয়ে কোচ বলেন, ‘আমরা সেই ম্যাচ নিয়ে ভাবছি না। প্রতিশোধও আমাদের লক্ষ্য নয়। কেবল আমরা একটি শিরোপার কাছাকাছি, সেটিই এখন অর্জন করা আমাদের লক্ষ্য।’
Leave a Reply