ইতিহাদ স্টেডিয়ামে ৬৪ মিনিটে করা আকের গোলটি ছিল পুরোদস্তুর একজন স্ট্রাইকারের মতো। আর্সেনালের বক্সের মধ্যে বেশ কিছুক্ষণ বল নিয়ে ঘোরাঘুরি করে গ্রিলিশ ফাঁকায় পেয়ে যান আকেকে। গ্রিলিশ ছোট করে পাস দেন তাঁকে। পাসটি পেয়ে ন্যূনতম দেরি না করে দুজন ডিফেন্ডারের মাঝ দিয়ে দূরের পোস্ট দিয়ে বাঁকানো শটে বল জালে পাঠান আকে।
সূত্র: প্রথম আলো
Leave a Reply