মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার অদ্য রাত আনুমানিক ২ টার সময় সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজার সংলগ্ন গোডাউন রোডের রেল ক্লাব থেকে জুয়া খেলারত অবস্থায় বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ০৮ জুয়ারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ০১. জামাল উদ্দিন (৫০) নামের ব্যক্তি সে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের করিম উদ্দিন ছেলে। ০২. নুর ইসলাম আকন্দ (২৬) নামের ব্যক্তি সে একই উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের ছায়দার রহমানের ছেলে। ০৩. মোখলেছুর রহমান (৪৮) নামের ব্যক্তি সে অত্র ইউনিয়নের মরহুম জসিম উদ্দিনের ছেলে। ০৪. আবু সাইদ তালুকদার সবুজ (৩৬) নামের ব্যক্তি সে
উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের নশিয়ারপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। ০৫. খলিলুর রহমান (৫০) নামের ব্যক্তি সে বোনারপাড়া ইউনিয়নের হেলেন্ঞ্চা গ্রামের মরহুম কিয়াস উদ্দিনের ছেলে। ০৬. ফজলুর রহমান (৫০)নামের ব্যক্তি সে মধ্যে শিমুলতাইড় গ্রামের মরহুম বদিয়া ব্যাপারীর ছেলে। ০৭. আলী হোসেন (৪৩) নামের ব্যক্তি সে ঐ এলাকার মরহুম আবুল হোসেনের ছেলে।০৮. ছানাউল্লাহ (৪১) নামের ব্যক্তি সে বোনারপাড়া ইউনিয়নের মধ্য হেলেঞ্চা গ্রামের মরহুম কাজিমুদ্দিনের ছেলে। আসামিদেরকে বিঙ্গ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply