মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন

বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে গাঁজাসহ আটক ১

বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে গাঁজাসহ আটক ১

মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় ৫০০ গ্রাম গাঁজা জব্দসহ রফিকুল ইসলাম (৫৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৯ই মার্চ) বিকাল ৪টার দিকে গাইবান্ধা জেলার সাঘাটা থানার পশ্চিম কচুয়া গ্রামের জনৈক শামসুল আলমের বসত-বাড়ীর উত্তর পাশে কাচা রাস্তার উপর থেকে রফিকুল ইসলাম (৫৩) নামের এক ব্যক্তির কাছ থেকে গাঁজা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম (৫৩) নামের ব্যক্তি সে সাঘাটা উপজেলার পশ্চিম কচুয়া গ্রামের মৃত মোজাহার আলির ছেলে।

জানা যায়, বোনারপাড়া তদন্ত কেন্দ্র এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালে (১৯ মার্চ রবিবার) বিকেল সাড়ে ৩টার সময় বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি অভিযানিক টিম সাঘাটা থানাধীন মানিকগঞ্জ বাজারে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার সাঘাটা থানাধীন মানিকগঞ্জ বাজারের পশ্চিম কচুয়া গ্রামের রফিকুল ইসলাম (৫৩) নামের এক ব্যক্তির কাছে থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

উল্লেখ্য, ০২টি পলিথিন প্যাকেট যাহার মধ্যে ০১ টি পলিথিন প্যাকেটে ২৫০ গ্রাম ও ০১টি পলিথিন প্যাকেটে ২৫০ গ্রাম মোট ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গাইবান্ধা জেলা পুলিশ মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions