সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:০০ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে গার্মেন্টস শ্রমিক হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরদী স্কুলপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ঈশ্বরদী উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত।। ঈশ্বরদীতে কিডনি চিকিৎসায় হাসপাতাল করা সম্ভব– প্রফেসর ডাঃ কামরুল ইসলাম ঈশ্বরদীতে হেরোইন ও ইয়াবাসহ একজন আটক লালপুরে বিএসএড কলেজের উদ্বোধন ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় অটো ভ্যানচালক যুবকের মৃত্যু ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার “সংবাদ ভূমি” অনলাইন পোর্টালে প্রকাশিত মিথ্যা, বানোয়াট কাল্পনিক সংবাদে “বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ” এর তীব্র প্রতিবাদ রাজশাহীর বাঘায় বেল্লাল মন্ডলের ভয়ংকর অপরাধ সাম্রাজ্য
বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বরিশাল নগরীর সড়ক বাতির সংযোগ বিচ্ছিন্ন

বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বরিশাল নগরীর সড়ক বাতির সংযোগ বিচ্ছিন্ন

বরিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় আবারো সড়ক বাতির সংযোগ বিচ্ছিন্ন করেছে সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেড।

রোববার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছেন ওজোপাডিকোর বরিশালের পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম তারিকুল ইসলাম।

তিনি বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে রোববার নগরীর ৪৩ টি সড়ক বাতির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এখনো ১৫-১৬টি সড়কের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। বকেয়া পরিশোধ করলে বাকি সড়কের সংযোগ বিচ্ছিন্ন করা হবে না জানিয়ে তিনি বলেন, সিটি কর্পোরেশনের কাছে ৬০ কোটি টাকার বিদ্যুত বিল বকেয়া রয়েছে। তারা মৌখিকভাবে দেওয়ার কথা বলেছিল। কিন্তু দেয়নি, তাই বন্ধ করতে হয়েছে।

এর আগে ২০ সেপ্টেম্বর নগরের ১৫টি সড়কের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ২২ সেপ্টেম্বর রাত ১০টায় বরিশাল বিভাগীয় কমিশনারের মধ্যস্থতায় সিটি কর্পোরেশন ও ওজোপাডিকোর মধ্যে সমঝোতা বৈঠক হয়। বৈঠকের পর সমস্যার সমাধান হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।

ওই সময়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম তারিকুল ইসলাম জানিয়েছিলেন, এখন থেকে প্রতিমাসের বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ ও বকেয়া যে বিল রয়েছে সেটি ধীরে ধীরে পরিশোধ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোববার রাতে এ বিষয়ে বলেন, সিদ্বান্ত অনুযায়ী পাওনা পরিশোধে দফায় দফায় চিঠি পাঠানো হয়েছে; কিন্তু সিটি করপোরেশন থেকে আশানুরূপ কোনো সাড়া দেওয়া হয়নি।

ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আমজাদ হোসেন বলেন, তার আওতাধীন ১৬টি সড়কের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তবে ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফারুক হোসেন বলেন, এ বিষয়ে তত্ত্বাধায়ক প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করুন।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, কখন বন্ধ করেছে, আমি জানি না। খোঁজ নিয়ে বলতে পারবো।

সরেজমিনে নগরের প্রধান সড়ক সদর রোড, ব্রাউন কম্পাউন্ড, কাউনিয়া, ফকিবাড়ি সড়কের কিছু অংশের বাতি বন্ধ দেখতে পাওয়া গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions