শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে চরের জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪ গাইবান্ধা চেয়ারম্যান বরখাস্ত বাগাতিপাড়ায় প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন বদলগাছীতে বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও পহেলা বৈশাখ উদযাপন “ যৌথ বাহিনীর অভিযানে মাদক ও পাসপোর্ট জালিয়াতি চক্রের সদস্যকে গ্রেফতার দ্বীনি দাওয়াতের মাধ্যমে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আল্লাহভীরু নেতৃত্বের প্রয়োজন–অধ্যাপক মাজেদুর রহমান লালপুর থানা থেকে আসামি ছিনতাই মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার আওয়ামীলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত আটক- ৩ বাগাতিপাড়ায় সাংবাদিক পরিবারকে মারধর, আটক ২ বিএনপি ক্ষমতায় গেলে কৃষি সরঞ্জামের দাম কমানো হবে: হাবিবুর রহমান হাবিব
বিএনপি ক্ষমতায় গেলে কৃষি সরঞ্জামের দাম কমানো হবে: হাবিবুর রহমান হাবিব

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি সরঞ্জামের দাম কমানো হবে: হাবিবুর রহমান হাবিব

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি সরঞ্জামের দাম কমানো হবে: হাবিবুর রহমান হাবিব

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের গোপালপুর বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল শনিবার, ২৬ জানুয়ারি বিকেলে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ৯০’র গণআন্দোলনের মহানায়ক ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

উক্ত সমাবেশে হাবিবুর রহমান হাবিব বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে কৃষি সরঞ্জামের দাম কমানো হবে। দেশের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষির সঙ্গে জড়িত। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। কৃষকদের রোদ-বৃষ্টিতে ভিজে ফসল উৎপাদনের পরও তাদের পণ্যের মূল্য তারা পাচ্ছেন না। কৃষি সরঞ্জাম, বীজ ও রাসায়নিক সারের দাম কমিয়ে কৃষকদের জীবনমান উন্নত করতে আমরা কাজ করব।”

তিনি আরও বলেন, “তারুণ্যের অহংকার তারেক রহমান সবসময় কৃষকদের কথা ভাবেন। ইতোমধ্যে তিনি ৩১ দফার একটি বার্তা দিয়েছেন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ভর্তুকি প্রদান, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং কৃষি উপকরণের মূল্যহ্রাস করা হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন সাঁড়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফারজানা আক্তার লুবনা, পাবনা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক পাঞ্জুর রহমান সরদার এবং সদস্য সচিব মইনুল ইসলাম সরদার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাঁড়া ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব আবদুল জব্বার। এছাড়া বক্তব্য রাখেন, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি তহিদুল ইসলাম তুহিন, উপজেলা ছাত্রদলের সভাপতি তানভীর হাসান সুমন, সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন, সাঁড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসিবুর রহমান হাক্কে মণ্ডল, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস এবং সাবেক সদস্য সচিব অধ্যাপক আজমল হোসেন সুজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফ, ছাত্রদল নেতা ইকবাল হোসেন, উপজেলা মহিলা দলের সদস্য সচিব চামেলি বেগমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

হাবিবুর রহমান হাবিব বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের জন্য ১০০ কোটি টাকার কৃষি অনুদান দিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৫ হাজার টাকার কৃষি ঋণ এবং ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার ক্ষমতায় এলে কৃষকদের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “বর্তমানে বাজারে কৃষকদের উৎপাদিত পণ্য, যেমন মূলা ৫ টাকা, ফুলকপি ৫ টাকা, বেগুন ১০ টাকা এবং টমেটো ২০ টাকায় বিক্রি হচ্ছে। এভাবে চলতে পারে না। বিএনপি সরকার এ অবস্থার পরিবর্তন করবে এবং কৃষকদের জীবনমান উন্নত করবে।”

কৃষক সমাবেশে বিপুল সংখ্যক কৃষক ও সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিএনপির নেতারা এসময় কৃষকদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions