ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট শান্তি সমাবেশে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল বিএনপি। তারা আইভী রহমানসহ ২২ জনকে হত্যা করেছে সেদিন। বিএনপি-জামায়াতের সেই দুঃশাসনে এখনও অনেকে পঙ্গুত্ব বরণ করছে। তাদের জন্মই সংবিধানের বাইরে, গণতন্ত্রের বাইরে।
শনিবার (৪ মার্চ) রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে আওয়ামী লীগের ঢাকা-১০ সাংগাঠনিক টিমের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপির উদ্দেশ্যে মেয়র তাপস বলেন, ‘আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করলে আমরা বাধা দেবো না। তবে সহিংসতা করলে জনগণ হাত গুটিয়ে বসে থাকবে না।’
তিনি বলেন, ‘১৯৯৬ সালে নির্বাচন দিতে বাধ্য হয়েছিল বিএনপি। ২০০৬ সালে কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাতে বয়স বাড়িয়েছিল তারা। তারপর সে আন্দোলনের মুখে রাজি না হওয়ায়, রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা বানায়।’
ঢাকা দক্ষিণ সিটি মেয়র বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় থাকে জঙ্গিবাদ, লুটপাত, দুর্নীতি, আর ক্ষমতায় না থাকলে ভাজা মাছ উল্টে খেতে পারে না। এ জন্য উন্নয়নের কথায় উনাদের অন্তর্জ্বালা শুরু হয়ে যায়। শেখ হাসিনা মধ্যম আয়ের দেশের গণ্ডি পেরিয়ে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবেন।’
আওয়ামী লীগের ঢাকা-১০ সাংগঠনিক টিমের আহ্বায়ক নুরুল আমিন রুহুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
Leave a Reply