শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম:
বাগাতিপাড়ায় প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন বদলগাছীতে বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও পহেলা বৈশাখ উদযাপন “ যৌথ বাহিনীর অভিযানে মাদক ও পাসপোর্ট জালিয়াতি চক্রের সদস্যকে গ্রেফতার দ্বীনি দাওয়াতের মাধ্যমে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আল্লাহভীরু নেতৃত্বের প্রয়োজন–অধ্যাপক মাজেদুর রহমান লালপুর থানা থেকে আসামি ছিনতাই মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার আওয়ামীলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত আটক- ৩ বাগাতিপাড়ায় সাংবাদিক পরিবারকে মারধর, আটক ২ বিএনপি ক্ষমতায় গেলে কৃষি সরঞ্জামের দাম কমানো হবে: হাবিবুর রহমান হাবিব ঈশ্বরদীতে শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ ঈশ্বরদীতে গার্মেন্টস শ্রমিক হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত
বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচিতি মেরামত

বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচিতি মেরামত

বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচিতি মেরামত রক্ষণাবেক্ষণের উপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ

জামালপুর প্রতিনিধ ।।বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ এর অধীন “কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকত লাভজনক করা” শীর্ষক প্রকল্পের অর্থায়নে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচিতি, মেরামত ও রক্ষণাবেক্ষণ এর উপর জামালপুর সদরের নাওভাঙ্গা চরে দুই দিনব্যাপী (০৩-০৪ ফেব্রুয়ারি/২০২৩) কৃষক, কৃষি যন্ত্রচালক ও মেকানিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মো: মনজুরুল কাদির, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, জামালপুর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মুহাম্মদ নুরুল আমিন, প্রকল্প পরিচালক, কৃষি যন্ত্রপাতি ও লাকসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা শীর্ষক প্রকল্প, বিএআরআই, গাজীপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোঃ এরশাদুল হক, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ, বিএআরআই, গাজীপুর।

আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ দিলরুবা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা, জামালপুর সদর ও প্রকৌশলী মোঃ শাহাদাত হোসাইন, বৈজ্ঞানিক কর্মকর্তা, আরএআরএস, জামালপুর।

অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৪০ জন কৃষি যন্ত্রচালক হাতে-কলমে দুই দিনব্যাপী বারি সিডার, বারি শস্য কর্তন যন্ত্র, বারি ভুট্টা মাড়াই যন্ত্র, বারি শস্য মাড়াই যন্ত্র, বারি ঝাড়াই যন্ত্র, বারি তেল নিষ্কাশন যন্ত্র চালানোর ও মেরামত এর উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, জামালপুর এর কৃষির উন্নয়নের জন্য যান্ত্রিকীকরণের বিষয়ে নিবিড় কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

ভর্তুকের মাধ্যমে অত্র জেলায় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি সরবরাহ অব্যাহত রয়েছে । বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতিও ভর্তুকির মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। যে সমস্ত কৃষক এই যন্ত্রগুলো পাচ্ছে তাদেরকে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার এ কার্যক্রমটি খুবই কার্যকর বলে উল্লেখ করেন। বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণের মাধ্যমে চালকের দক্ষতা উন্নয়ন করা ও এডাপটিভ ট্রায়াল এর মাধ্যমে জনসচেতনতা তৈরি করার কার্যক্রম চলমান আছে।

সারা দেশের দশটি জেলার বিশটি উপজেলায় এফএমডিপি প্রকল্পের কার্যক্রম চলছে।

সভাপতি ডঃ মোঃ মনজুরুল কাদির তার বক্তৃতায় বলেন, কৃষকদের মাঝে এই দুই দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জেলার কৃষিকে এক নতুন দিগন্তে নিয়ে যাওয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আমন ধান রিপার যন্ত্রের মাধ্যমে কেটে দ্রুত মাঠ খালি করে সেই জমিতে বারি সিডার যন্ত্র দ্বারা সারিতে সরিষা বীজ বপন করে অত্র অঞ্চলের সরিষার আবাদ বৃদ্ধি করার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাছাড়া জেলায় বারি সিডার যন্ত্রের মাধ্যমে ভুট্টা বীজ বপনের কার্যক্রম ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এফএমডিপি প্রকল্পের মাধ্যমে এ কার্যক্রমকে আরো বেগবান করার জন্য কৃষকদের সক্রিয় অংশগ্রহণ এর ভুয়সি প্রশংসা করেন।

প্রকল্প পরিচালক ও প্রধান অতিথি মহোদয় জামালপুরে কৃষি যন্ত্রপাতির ব্যবহারের উপরে গুরুত্ব আরোপ করেন। জামালপুরে ব্যাপক সরিষা উৎপাদিত হয় । এই সরিষা হার্ভেস্ট হওয়ার পর সরিষা থেকে তেল ভাঙ্গানোর মেশিন বারি কর্তৃক উদ্ভাবিত হয়েছে, তার ব্যবহার বৃদ্ধি করা হলে কৃষকরা সহজেই সরিষার তেল খেতে পারবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে। ফলে সরকার কর্তৃক নির্ধারিত ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধির কার্যক্রম সহজেই বাস্তবায়ন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোহাম্মদ এরশাদুল হক। তিনি প্রশিক্ষণে কৃষকদের দক্ষতা উন্নয়নের জন্য হাতে কাজ করার উপরে জোড় প্রদান করেন ।

এই প্রশিক্ষণ এসো করে শিখি এই মূলনীতির উপর পরিচালনা করা হবে বলে উল্লেখ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions