জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শাহ্দৌলা সরকারি কলেজে বিএ, বিএসএস, বিবিএস, বিএসসি স্নাতক (পাস) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস-২০২৩ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
২০২১-২০২২ শিক্ষাবর্ষের, প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে এ ক্লাস শুরু করা হয়েছে।মঙ্গলবার (৩১জানুয়ারি-২০২৩) কলেজ কর্তৃপক্ষ এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু বক্কর সিদ্দীক।
প্রভাষক আব্দুল হানিফ মিয়া ও আহমেদ বেলালের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম, তাহামিদুল ইসলাম, শরিফুজ্জামান, মাসুদ, মতিউর রহমান, সালাউদ্দিন শিমুল, সোহেল রানা, সাদেকুর রহমান প্রমুখ। নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, আরিফুল ইসলাম ও রাহিদা খাতুন। উপস্থিত ছিলেন অধ্যয়নরত সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিষয়টি নিশ্চিত করে অধ্যক্ষ আবু বক্কর সিদ্দীক জানান,মোট ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা ৩৮০ জন। এর মধ্যে বিএ-২৯১জন, বিএসএস-৪০জন, বিবিএস-২৯জন, বিএসসিতে ২০জন।
Leave a Reply