মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন

বাঘায় ডিস লাইনের সংযোগকে কেন্দ্র করে হামলায় আহত-৫

বাঘায় ডিস লাইনের সংযোগকে কেন্দ্র করে হামলায় আহত-৫

বাঘা(রাজশাহী) প্রতিনিধি:ডিস লাইনের সংযোগকে কেন্দ্র করে বাঘা উপজেলার মনিগ্রামে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে ৫জন। মঙ্গলবার (০৭-০৩-২০২৩) বিকেলে এই ঘটনা ঘটে। আহত হয়েছেন- মনিগ্রাম দক্ষিন পাড়ার শাকিল আহমেদ(২৪) ও ইউনুস আলী(৫০), বলিহার গ্রামের বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহাগ(২৫,শাহাবুল ইসলাম (৩৫),মনিগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য মুকুল হোসেন(৪০)। এদের মধ্যে ৪জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ইউনুস আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সকলেই আওয়ামীলীগের স্থানীয় রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, ডিস লাইনের সংযোগ দেওয়াকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সেই সুত্র ধরেই ঘটনা ঘটেছে।

জানা যায়, ইউপি সদস্য মুকুল হোসেনের ডিস লাইনের তার দিয়ে আটঘরি গ্রামের পিন্টুর বাড়িতে সংযোগ দেয় আফাজ পক্ষের শাহিন হোসেন। সেই সংযোগ বিছিন্ন করে দিলে আফাজ সহ তার পক্ষের লোকজন প্রথমে শাকিল আহমেদকে লোহার রড,বাঁশের লাঠি দিয়ে মারপিট করে। পরে মুকুল হোসেনের লোকজন তাদের ধাওয়া করলে অন্যদের মারপিট করা হয়।

বক্তব্য নেওয়ার জন্য আফাজ উদ্দীনের মুঠোফোনে যোগাযোগ করা হলেও রিসিভ করেননি। বাঘা থানার অফিসার ইনচার্জ(তদস্ত) আব্দুল করিম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ কররে লিখিত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions