নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের মোরেলগঞ্জে মেলা দেখতে গিয়ে দীঘিতে পড়ে ফাহিম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ই ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফাহিম গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের আবুল কালামের ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সামছুর রহমান মল্লিক জানান, তিন দিনব্যাপী চলা দৈবজ্ঞহাটী ইউনিয়নের জোকা দরবার শরীফের মেলায় ছেলেকে নিয়ে এসেছিলেন কালাম। বেলা ১২টার দিকে মেলার পাশে দীঘিতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ফাহিম।
মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ জানান, খবর পেয়ে পাঁচ সদস্যের একটি টিম উদ্ধারকাজ শুরু করে। তিন ঘণ্টা পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
Leave a Reply