বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে দূত গতির ইন্টারনেট “হট লিংক নেটওয়ার্ক” এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার তমালতলা বাজারস্থ হট লিংকের প্রধান কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কর্তন করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এতে হট লিংক নেটওয়ার্ক’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেদী হাসান বিপুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কর্তন করেন উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এম খাদেমুল ইসালাম। বিশেষ অতিথি ছিলেন, দিগন্ত মিউজিক স্টুডিও’র পরিচালক মোস্তাফিজুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সদস্য, হাসান আলী সোহেল, নিশাতুর রহমান, নাসিমুল নাহিদ ও পিওম মন্ডল প্রমুখ। কেক কর্তন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply