বাগাতিপাড়ায় প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে একই স্থানে মিলিত হয়। সেখানে জাতীয় সঙ্গীত শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা এর সভাপতিত্বে বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলামসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পহেলা বৈশাখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, বকুল স্মৃতি থিয়েটারের আয়োজনে বিহারকোল বাজারে পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থিয়েটারের সভাপতি মাহাবুব রহমান ও উপজেলা আদবাসী সংগঠনের আয়োজনে পহেলা বৈশাখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিবাসী সংগঠনের সভাপতি ইমানুয়েল সরেন। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ১৫টি সংগঠনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।
Leave a Reply