মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় বাবা-মায়ের একমাত্র সন্তান মোঃ রাশেদুল ইসলাম হাওলাদার (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত রাশেদুল কাছিপাড়া ইউনিয়নের আনারশিয়া গ্রামের মোঃ আবুল বশার হাওলাদারের ছেলে। সে পটুয়াখালী সরকারি কলেজের দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
জানা গেছে, রোববার(১৯ মার্চ) সকালে কলেজের উদ্দেশ্যে বন্ধু মো. মাজহারুল তালুকদারকে (২২) নিয়ে ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে রওয়ানা হন রাশেদুল। বগা ডাঃ ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজ এলাকায় গিয়ে মোটরসাইকেল পরিবর্তন করে ফের আরেকটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। বগা-আদাবাড়িয়া-লোহালিয়া সড়কের মিলঘর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে তিনজনই সড়কের ওপর পড়ে গুরুত্বর আহত হন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল রাশেদুলের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে তার মাথায় গুরুতর জখম হয়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরী বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার(২০ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে রাশেদুলের মৃত্যু হয়।
কাছিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার এই বাংলাদেশকে বলেন,‘সবার মৃত্যু হবে,এটাই নিয়ম। কিন্তু এমন অকাল মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর। ওর বাবা-মাকে বোঝাবার মত ভাষা আমাদের নেই।
Leave a Reply