সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় অটো ভ্যানচালক যুবকের মৃত্যু ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার “সংবাদ ভূমি” অনলাইন পোর্টালে প্রকাশিত মিথ্যা, বানোয়াট কাল্পনিক সংবাদে “বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ” এর তীব্র প্রতিবাদ রাজশাহীর বাঘায় বেল্লাল মন্ডলের ভয়ংকর অপরাধ সাম্রাজ্য ইটালির তরিনো সিটিতে মাদারীপুর জেলা সমিতির অভিষেক অনুষ্ঠিতঃ শেখ হাসিনার সাথে কথোপকথন, যুবলীগ নেতা গ্রেফতার মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ইবি অধ্যাপকের নতুন বই প্রকাশ মিছিলে ছাত্রদল কর্মী মতবিনিময়ে সাধারণ শিক্ষার্থী ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান
বর্তমান সরকার সাংবাদিকদের পাশে থেকেছে: বিএফইউজে

বর্তমান সরকার সাংবাদিকদের পাশে থেকেছে: বিএফইউজে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার করোনাকালীন মহাদুর্যোগে সাংবাদিকদের পাশে থেকেছে এবং সাংবাদিকদের কল্যাণে বহুমুখী পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতারা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী সাংবাদিক ইউনিয়নের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন বিএফইউজে নেতারা।

শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত সমাবেশের উদ্বোধন করেন বিএফইউজে সভাপতি ওমর ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও টিভি টুডের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল।

সভা উদ্বোধনকালে ওমর ফারুক বলেন, ‘প্রধানমন্ত্রী সাংবাদিকদের কল্যাণে প্রণোদনা, চিকিৎসা সহায়তা দিয়েছেন। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে নিত্যপণ্যের বাজারদর নাগালের বাইরে চলে যাচ্ছে। সাংবাদিকদের অস্তিত্ব রক্ষায় দ্রুত সময়ের মধ্যে দশম ওয়েজবোর্ড বাস্তবায়ন করতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘বাংলাদেশে সাংবাদিকতা করতে হলে বঙ্গবন্ধুকে মেনে নিয়েই করতে হবে। যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে থাকবে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এক্ষেত্রে সাংবাদিক ইউনিয়ন সবসময় সচেষ্ট থাকবে। তবে দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন থাকতে হবে সব সাংবাদিকের।’

বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল বলেন, ‘করোনাকালে প্রায় সাড়ে ১১ হাজার সাংবাদিককে ৩০ কোটি টাকার বেশি আর্থিক সহায়তা প্রদান করেছে সরকার।’

ফেনী সাংবাদিক ইউনিয়ন সভাপতি যতন মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম, ভারপ্রাপ্ত মহাসচিব অমিত রায়, যুগ্ম মহাসচিব মহসিন কাজী, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, দৈনিক আমার কাগজের সম্পাদক ফজলুল হক ভূঁইয়া রানা, ফেনী সাংবাদিক ইউনিয়ন সদস্য ডা. সাহেদুল ইসলাম ভূঞা কাওসার, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।

ফেনী সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সৈয়দ মনিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন। এ সময় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সুধী সমাবেশে ১৭ জন সাংবাদিককে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক তুলে দেন অতিথিরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions