নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর পূর্ব রুপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ গাজীকে পিটিয়ে আহত করেছে প্রতিবেশি প্রতিপক্ষরা। বাড়ীর জমি দখল করতে আসা প্রতিপক্ষদের বিরুদ্ধে স্থানীয় কাউন্সিলর এর কাছে বিচার দেওয়ায় সালিশ বৈঠকে বসেই বেধরড়ক পেটানো হয়। এতে ওই শিক্ষক ঘটনাস্থলেই মারাত্মক আহত হন।
মঙ্গলবার (১৪ই ফেব্রুয়ারি) সন্ধ্যারাতে নগরীর ২৮ নং ওয়ার্ডের দিয়াপাড়াস্থ ওই শিক্ষকের নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। এদিকে ওই শিক্ষকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে বরিশালে শের-ই-বাংলা হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় আহত শিকক্ষকের ভাই হিরন গাজী বরিশাল এয়ারপোর্ট থানায় হামলার প্রধান অনুঘটক আনোয়ার, নয়ন ও তার ভাই পুলিশ সদস্য রুবেলসহ তিনজনের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন।
আহত শিক্ষক ফিরোজ গাজী জানান, ক্ষমতার দাপট দেখিয়ে ভূমিদস্যু আনোয়ার ও তার ছেলে নয়ন বাড়ির উঠানের জমির মাটি কেটে নিয়েছে। এর প্রতিকার চেয়ে স্থানীয় কাউন্সিলরর কাছে অভিযোগ করায় সালিশিতে বসে তাকে বেধড়ক পেটানো হয়। আনোয়ারের এক ছেলে রুবেল পুলিশের চাকুরী করায় এলাকায় যা মনে চায় তাই করে বেড়ায়। কেউ ভয়ে মুখ খুলতে পারে না। ওই পুলিশ সদস্য রুবেলের উস্কানিতে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
এ বিষয়ে ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন রুবেল জানান, জমির মাটি কেটে নেয়ার বিষয়ে অভিযোগ করলে মীমাংসা করতে এলাকার গণ্যমান্য লোক নিয়ে বৈঠকে বসি। সে সময় উভয় পক্ষের উত্তেজনার কারণে মারামারির ঘটনা ঘটে। এতে প্রধান শিক্ষক আহত হয়।
এবিষয়ে বরিশাল এয়ার পোর্ট থানার ওসি হেলাল উদ্দিন জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ এসেছে। ঘটনার তদন্ত চলছে। আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply