বরিশালের সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার ১১ বছর পর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আসামির অনুপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন এ রায় দেন।
ধর্ষণে সহায়তার অভিযোগ প্রমাণ না হওয়ায় একজনকে খালাস দেওয়া হয়। দণ্ডিত জসিম হাওলাদার সদর উপজেলার শাহজাহান হাওলাদারের ছেলে।
মামলার এজাহারের বরাত দিয়ে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, বাদীর স্কুলপড়ুয়া মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতেন জসিম। ২০১২ সালের ১৮ অক্টোবর বাড়িতে কেউ ছিল না। এ সময় জসিম ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন।এ ঘটনায় ২৫ অক্টোবর মহানগর পুলিশের বন্দর থানায় দুই জনসহ অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করে মামলা করেন ওই স্কুলছাত্রীর মা।
তিনি আরও জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার এসআই আলমগীর হোসেন ওই বছরের ৩১ ডিসেম্বর দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ রায় দেন।
Leave a Reply