মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন

বরিশালের নতুন বাজার এলাকায় আগুনে পুড়ল ৮ বসতঘর

বরিশালের নতুন বাজার এলাকায় আগুনে পুড়ল ৮ বসতঘর

বরিশাল নগরের নতুন বাজার এলাকায় অগ্নিকাণ্ডে আটটি বসতঘর পুড়ে গেছে। শনিবার (১১ই মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে নতুনবাজার আদি শ্মশান এলাকায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে নতুনবাজার আদি শ্মশান এলাকায় আগুন লেগে নিরোদ বাড়ৈ, সেলিম, তপন, সুনীল, তরুণ ঘোষ, পেয়ারা বেগম, কালু ও জামালের ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

তারা জানান, ভোরে অনেকেই ঘুমিয়ে ছিলেন। তাই কোনো পরিবারের লোকজনই পুড়ে যাওয়া ঘর থেকে মালামাল বের করতে পারেননি। আগুনের লেলিহান শিখায় আটটি ঘরের সবকিছুই পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস চলে আসায় পার্শ্ববর্তী ৩০ থেকে ৪০টি ঘর রক্ষা পায়। অবশ্য কয়েকটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের বরিশালের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন বলেন, ভোরে যখন আগুন লাগে, তখন প্রায় সকলেই ঘুমিয়ে ছিলেন। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions