বরগুনার বামনায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অনিক চন্দ্র শীল (১৬) নামের কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুর পিতা বাদল শীল বাদী হয়ে বামনা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিড়াংবুনিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার অনিক চন্দ্র শীল আমতলী উপজেলার চাউলাপাড়া গ্রামের রত্তন শীলের পুত্র। ধর্ষণের শিকার শিশু উপজেলার শিড়াংবুনিয়া গ্রামের বাদল শীলের মেয়ে।
মামলার সূত্রে জানা যায়- অভিযুক্ত অনিক চন্দ্র শীল তার খালু বাড়ি শিড়াংবুনিয়া গ্রামে বেড়াতে আসে। সে প্রতিদিন ঐ শিশু কন্যাকে নিয়ে ঘুড়তে যায়। তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘুড়তে যাওয়ার কথা বলে ঐই শিশুকে বাড়ির পিছনে বাগানে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ঐই শিশুটির প্রসাব করতে কষ্ট হয় এবং কান্নাকাটি করে। তখন শিশুর মা শিশুকে জিজ্ঞাসা করলে শিশু জানায় অনিক ভাইয়া আমাকে প্রসাবের রাস্তায় ব্যাথা দিয়েছে। বিষয়টি তার মা শিশুর পিতাকে জানালে পিতা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষক অনিক চন্দ্র শীলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
বামনা থানা অফিসার ইনচার্জ মো. বশির আলম জানায়- খবর পেয়ে অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আবুল হোসেন শরীফ ও এসআই দেবাশীষকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার সত্যতা পেয়ে আসামীকে গ্রেপ্তার করা হয়। শিশুর পিতা বাদল চন্দ্র শীল বাদী হয়ে থানায় ধর্ষন মামলা দায়ের করে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’
Leave a Reply