নিজস্ব প্রতিবেদক: বরগুনায় গাঁজাসহ সাময়িক বরখাস্ত হওয়া কনস্টেবল কাওসারকে (২৬) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (১১ই ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দুই কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। কাওসার ওই এলাকার আলম সিকদারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম খান জানান, স্ত্রীর অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া বরিশাল জেলা পুলিশে কর্মরত কনস্টেবল কাওসার দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সঙ্গে জড়িত। বরখাস্ত হওয়ার পরও তিনি মাদক ব্যাবসা চালিয়ে আসছিলেন।
তিনি আরও জানান, কাওসার বরিশাল জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। সাময়িক বরখাস্ত হওয়ার পর থেকে নিজ এলাকায় মাদক ব্যবাসা করে আসছিলেন।
Leave a Reply