বুলবুল আহম্মেদ বুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের ঢেকরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৫ ই মার্চ বুধবার বিকেলে ঢেকরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস,এম,সাইদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বদলগাছী – মহাদেবপুর আসনের,সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার (সেলিম), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিন, বদলগাছী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বদলগাছী থানার অফিসার ইনচার্জ মুহা: আতিয়ার রহমান, ঢেকরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বজলুর রশিদ।
অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনি আলম, সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু শাহীন, উপজেলা যুবলীগের কৃষক লীগের সভাপতি সানাউল ইসলাম হিরো, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply