বদলগাছীতে আউশ ধান কাটা শুরু-
বাম্পার ফলনের সম্ভাবনা
নওগাঁ প্রতিনিধি।। নওগাঁর বদলগাছীতে ফসলের মাঠে বর্ষালি ধান কাটায় ব্যস্ত কৃষকরা।
নওগাঁর বদলগাছীতে আউশ ধান কাটা শুরু হয়েছে। ইতিমধ্যেই বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নে আউশ ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন এ উপজেলার কৃষকরা।
আউশ ধানের বাম্পার ফলন ও বাজারে দাম ভালো পাওয়ায় চাষীদের মুখে হাসি ফুটে উঠেছে। বরেন্দ্র অঞ্চলের বদলগাছী উপজেলার প্রধান অর্থকরী কৃষিপণ্য হিসেবে অর্থনীতিতে ধান উৎপাদন ব্যাপক ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় চলতি মৌসুমে এ উপজেলায় প্রচুর আউশ ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এখানকার মানুষের অন্যতম আয়ের উৎস ধান-চাল। দেশের উত্তরাঞ্চলের অন্যতম ধান উৎপাদনকারী এ উপজেলায় বিস্তীর্ণ মাঠজুড়ে আউশের আবাদ হয়েছে।
এবার বদলগাছী উপজেলায় ১২হাজার মেট্রিকটন ধান উৎপাদন হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান জানান, ‘মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা আউশ আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করছে। ভূগর্ভস্থ পানির অপচয় রোধ করে
বৃষ্টির পানি কাজে লাগিয়ে আউশ আবাদ জনপ্রিয় করতে কৃষি মন্ত্রণালয় বিভিন্ন পরিকল্পনা নিয়েছে।’ তিনি আরও বলেন, ‘কৃষকরা যাতে লাভবান হতে পারে এবং কোন সমস্যায় না পড়েন এ জন্য তারা সার্বক্ষণিক নজর রাখছে। এবারও বাম্পার ফলন হবে বলে আশা করছেন তিনি। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি আউশ মৌসুমে , বদলগাছীতে ব্রি ধান৮৮,ব্রিধান ৪৮,ব্রিধান ৮২, ব্রি ধান ৮৫,ব্রিধান ৯৮,বিনা ধান ১৯, বিনাধান ২১ জাতের ধান
২১০০ হেক্টর, জমিতে চাষ করা হয়েছে। কৃষি বিভাগ আশা করছেন আবহাওয়া অনুকূলে থাকায় আউশের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
উপজেলার কোলা ইউনিয়নের ভাণ্ডারপুর ব্লক এ
আউশ ধান কাটায় কৃষকদের মধ্য বাস্ততার চিত্র দেখা যায়।
বুধবার ভাণ্ডারপুর ব্লকে মাঠে ধান কাটার সময়
তাপস মালী নামের এক কৃষক বলেন, চার বিঘা জমিতে আউশধান চাষাবাদ করেছি,
কোলা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আলমগীর ইসলাম সবসময় আমাকে সুপরামর্শ দিয়েছেন। ধানের ভাল ফলন হয়েছে আশা করছি বাজারে ভাল দাম পাব।
Leave a Reply