মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। টস জিতলে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারও আগে ব্যাট করতেন।
শুরুর ওভারেই অধিনায়ক তামিম ইকবাল অল্পের জন্য জীবন পান। পরে তামিম স্বভাবসুলভ ব্যাটিংটা করে গেলেও লিটন ছিলেন ধীরস্থির ভাবে। পঞ্চম ওভারে ক্রিস ওকসের বলে লেগ বিফোরে সাজঘরে ফিরেছেন। অবশ্য তার আগের বলটিতে দৃষ্টিনন্দন পুলে ছক্কা হাঁকিয়েছিলেন। পরের বলটির লাইন বুঝতে না পেরে লেগ বিফোরের শিকার হন তিনি। ফেরার আগে লিটন ১৫ বলে সাত রান করেছেন।
দশম ওভারে উডের বাউন্স করা তৃতীয় বলটি খেলতে পারেননি তিনি। বল ব্যাটের কানায় লেগে স্টাম্পে আঘাত করেছে। ফেরার আগে ৩২ বলে ২৩ রান করেছেন তামিম।
বর্তমানে ব্যাট করছেন নাজমুল হোসনে শান্ত (২২) ও মুশফিকুর রহিম (৫)। দলে মোট সংগ্রহ ১৪ ওভারে দুই উইকেট হারিয়ে ৬৯ রান।
মধুমতি ব্যাংক লিমিটেড বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ।
বুধবার (১ মার্চ) দুপুর ১২টায় ঢাকার মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস।
এদিকে টেস্ট খেলুড়ে সবগুলো দেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও ইংল্যান্ডকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। ২০১৬ সালে সুযোগ পেয়ে হাতছাড়া করেছে লাল-সবুজ জার্সিধারীরা।
সাত বছর পর ইংলিশদের বিপক্ষে আরও একটি ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। স্লো উইকেটে এবার সুযোগ আক্ষেপ ঘোচে কি না সেটাই দেখার পালা।
Leave a Reply