বগুড়ায় দুই উপজেলায় একদিনে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে আশরাফুন বিবি নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত আশরাফুন বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক তালপুকুর গ্রামের আমজাদ হোসেন শেখের স্ত্রী।
অপরদিকে গাবতলী উপজেলায় প্রতিপক্ষের মারধরে নাহিদুল ইসলাম নয়ন নামে একজন নিহত হন। নয়ন গাবতলী উপজেলার মরিয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেন।
আশরাফুন বিবির স্বামী আমজাদ হোসেন বলেন, বিকেলে বাড়িতে আশরাফুন একাই ছিল। ওই সময় তার সঙ্গে আমার ভাইয়ের পরিবারের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আশরাফুনকে লাঠি দিয়ে মারধর শুরু করেন তারা। এতে মাথায় গুরুতর আঘাত পান আশরাফুন। খবর পেয়ে বাড়ি গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। পরে শজিমেক হাসপাতালে নেয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশরাফুন।
অপরদিকে গাবতলী উপজেলায় প্রতিপক্ষের মারধরে নাহিদুল ইসলাম নয়ন নামে একজন নিহত হন।
বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এএসআই লালন হোসেন বলেন, শনিবার সন্ধ্যায় গাবতলী উপজেলার দেবুতুরপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে নয়ন নিহত হয়েছেন। মৃত অবস্থায় তাকে রাত ৮টার দিকে তাকে শজিমেক হাসপাতালে আনে স্থানীয়রা। মরদেহ দুটি শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গাবতলী মডেল থানার ওসি সনাতন সরকার বলেন, নয়ন হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে দুই পক্ষের সংঘর্ষে তিনি নিহত হয়েছেন। জড়িতদের ধরতে অভিযান চলছে।
Leave a Reply