মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে বস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদানের মধ্যে দিয়ে যুব কাফেলা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সকালে যুব কাফেলার আয়োজনে ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সেচ্ছাসেবী সংগঠন যুব কাফেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এতে যুব কাফেলার সভাপতি আকন্দ মো. সামিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ।
এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, ফুলছড়ি থানার সহকারী পুলিশ পরিদর্শক (এস.আই) সেকেন্দার আলী, গলাকাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি যুব কাফেলা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের শুভ উদ্বোধন করেন।
পরে উদ্বোধন উপলক্ষে ১০ জন এতিম শিশুকে ২ বছরের জন্য শিক্ষা সহায়তা বৃত্তি কার্ড প্রদান ও ৩২ জন অসহায় নারী-পুরুষকে বস্ত্র বিতরণ করা হয়।
Leave a Reply