মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ফুলছড়ি উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মুজিবর্ষ উপলক্ষে শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ের জমি ও গৃহ হস্তান্তর প্রদান কার্যক্রমের অনুষ্ঠিত হয়।
এতে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আলাউদ্দিন।
এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুজ্জামান শামীম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদুসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন প্রমূখ।
উল্লেখ্য যে, চতুর্থ পর্যায়ে বরাদ্দকৃত ঘরের সংখ্যা ফুলছড়ি উপজেলায় ১৭৩ টি ঘর এর মধ্যে ১৩০টি ঘর প্রদানের মাধ্যমে ভূমিহীন ১৩০ টি পরিবার পূনর্বাসিত হবে।
Leave a Reply