ফড়িং শুটিং অ্যান্ড প্রোডাকশন হাউস এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ মার্চ) বিকেল ৫ টায় নগরীর ছোটবনগ্রাম বাইপাস মোড়ে নিজ কার্যালয়ে অনুষ্ঠানটি করা হয়।
অভিনয় শিল্পী নান্নু মাহমুদ এর সঞ্চালনায় এবং ফড়িং প্রোডাকশন এর কর্ণধর এস এম সেলিম রকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিত্তিক ঘটক ফ্লিম সোসাইটির সভাপতি ডা. এফ এম এ জাহিদ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অভিনয় জগতকে আরো একধাপ এগিয়ে নিতে এবং নতুনদের সুযোগ দেওয়ার জন্য ফড়িং প্রোডাকশন এন্ড হাউস যেভাবে কাজ করে যাচ্ছেন তা প্রশংসনীয়। তাদের এই প্রডাকশন হাউস নতুনত্বের ছোয়া নিয়ে আসবে অভিনয় জগতে। নতুন নতুন মুখ নিয়ে কাজ করে তাদের প্রতিষ্ঠানটি সামনের দিকে এগিয়ে যাবে এবং সামনের পথ আরো সুন্দর হবে।
এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রকৌশলী আলহাজ রন্জু আহমেদ দোয়া পরিচালনা করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা আহসান কবীর লিটন, রাজশাহী বেতার সংগীত শিল্পী সংস্থার সভাপতি মনোয়ারুল ইসলাম বকুল, নুসাইবা প্রোডাকশন হাউস এর সত্বাধীকারী এম ডি পলাশ, আরো উপস্থিত ছিলেন রাজশাহীর বিভিন্ন নাট্য সংস্থার সদস্যবৃন্দ এবং ইউটিউবারবৃন্দ।
Leave a Reply