নওগাঁর ধামইরহাটে পুকুর খননের সময় ১৫ কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি পেয়েছেন এক ব্যক্তি। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই মূর্তিটি উদ্ধার করে।
গতকাল বুধবার রাতে উপজেলার শিবপুর গ্রামের একটি পুকুর থেকে ওই মূর্তি উদ্ধার করা হয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শিবপুর গ্রামের আব্দুস সাত্তার তার একটি পুরাতন পুকুর খনন করছিলেন। এ সময় তিনি মূর্তিটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে রাত অনুমান সাড়ে ৯টা নাগাদ ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ মূর্তিটির ওজন সাড়ে ১৫ কেজি।
এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করে আদালতকে অবগত করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
Leave a Reply