পিরোজপুরের মঠবাড়িয়ায় মাহফিল থেকে ফেরার পথে আমিরুল ইসলাম (৪১) নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল ওই গ্রামের মো. মোকসেদের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে চালিতাবুনিয়া গ্রামে অনুষ্ঠিত মাহফিলে গিয়েছিলেন আমিরুল। গভীর রাতে সেখান থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক আমিরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই গ্রামের যুবক তাহসিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হবে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
Leave a Reply