সহজে পাসপোর্ট করে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়া দালাল চক্রের ২৬ সদস্যকে আটক করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)
রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন দালাল চক্রটি এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালায় র্যাব।
অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি ফজলুল হক।
Leave a Reply