সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীর কৃতি সন্তান আলী আহসান জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ রাজশাহী রেঞ্জ নতুন ডিআইজি যোগদান শেখ হাসিনার ট্রেনে গুলি: কারামুক্ত হলেন ঈশ্বরদী বিএনপি’র নেতা-কর্মী বদলগাছীতে আউশ ধান কাটা শুরু- বাম্পার ফলনের সম্ভাবনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কমিটি গঠন রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার। টাংগাইলের মধুপুরে “শহীদি মার্চ পালন” মাউশি অধিদপ্তরে মেধাক্রম লঙ্ঘন করে পদোন্নতির উদ্যোগ বন্ধের জন্য শিক্ষা সচিবের কাছে আবেদন শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান উপদেষ্টার কুষ্টিয়া পৌরসভার ইজারাকৃত বাজার জোরপূর্বক দখল।
বঙ্গবন্ধুর সমাধিতে পাবনা জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর সমাধিতে পাবনা জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের শ্রদ্ধা নিবেদন

ফিরোজ মাহমুদ, পাবনা: বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আর্দশে উজ্জীবিত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, পাবনা জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ গত ১০ মার্চ টুঙ্গিপাড়াস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও মোনাজাত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আখতারুজ্জামান মুক্তা, সম্পাদক মোঃ আব্দুল আহাদ বাবু, পাবনা জেলা জেলার পিপি ও জিপি এবং পাবনা জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সকল নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদনকালে পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি, পাবনা জজ কোর্টের সাবেক পিপি এ্যাডভোকেট আখতারুজ্জামান মুক্তা বলেন, বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের চেতনা ও আর্দশের প্রতীক। তাঁর কবর জিয়ারত আমাদের সুপ্ত চেতনাকে আরো বেশী দুঢ় ও সমৃদ্ধ করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এই দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর আহবানে মুক্তিযুদ্ধের সময় বাঙালি জাতি ঝাপিয়ে পড়েছে। দেশ গড়ার প্রক্রিয়া শুরুর কালে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত স্বপরিবারে বঙ্গবন্ধুকে নির্মম ভাবে খুন করা হয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা আজ রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করে খুনীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। তাঁর হাত ধরেই দেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা এবং অর্থনৈতিক উন্নয়ন অভাবনীয়ভাবে এগিয়ে যাচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions