পাবনার ভাঙ্গুড়ায় গুমানি নদী থেকে নাফিজ হাসান নয়ন নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা রেলওয়ে ব্রিজের পাশে গুমানি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় ট্রেন থেকে পড়ে ওই ছাত্রের মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি, এটি হত্যাকাণ্ড।
নিহত নাফিজ হাসান নয়ন (১৯) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের ইকবাল হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
সকালে কয়েকজন ছাত্র কৈডাঙ্গা নতুনপাড়া মসজিদের মক্তবে পড়তে যাওয়ার সময় রেল ব্রিজের নিচে নদীতে মরদেহটি ভাসতে দেখে। পরে স্থানীয়দের জানালে তারা মরদেহটি টেনে নদীর তীরে তুলে থানায় খবর দেয়।
খবর পেয়ে পাবনার সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম ও ভাঙ্গুড়া থানার ওসি রাশিদুল ইসলাম ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন। এ সময় নিহতের কাছে থাকা মোবাইল ফোন থেকে স্বজনদের বিষয়টি জানানো হয়।
নিহতের বাবা ইকবাল হোসেন বলেন, বুধবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে বলে- ‘তোর ছেলেকে মেরে ফেলব।’ এরপর থেকে ছেলের ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। সকালে পুলিশ জানায় ছেলের লাশ পাওয়া গেছে।
এদিকে ভাঙ্গুড়া থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
Leave a Reply