বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঈশ্বরদী সরকারী সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল অ্যান্ড কলেজে বাষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে পুরো মাঠ রং বেরঙের রঙিন কাপড় দিয়ে সাজানো হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সকালে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, পায়রা উড়ানো ও মশাল প্রজ্বালনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ৭১ পাবনা-৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ।
সরকারী সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে সহকারী অধ্যপক শফিকুল ইসলাম শাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গভর্নিং বডির সভাপতি সুবীর কুমার দাশ, পৌর মেয়র ইছাহক আলী মালিথা।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, সাঁড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, অবসর প্রাপ্ত অধ্যক্ষ আইনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহাম্মেদ কিরণ সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।
এই প্রতিযোগিতার ইভেন্ট হিসেবে রয়েছে- দৌড়, দীর্ঘ লাফ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, উচ্চ লাফ, লাফ-ধাপ-ঝাঁপ ইত্যাদি।
শিক্ষার্থীদের উদেশ্যে প্রধান অতিথি গালিবুর রহমান শরীফ বলেন, তোমরা দেশ ও জাতীয় চেতনার সঙ্গে সম্পৃক্ত হয়ে পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে উঠবে। তোমরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো গৌরব অর্জন করবে।
Leave a Reply