পাবনার তালতলা পদ্মা নদীর চর থেকে বালু উত্তোলন কালে দুইটি ভ্রাম্যমান ড্রেজারসহ চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সালাউদিদন (২৪), মুন্নাফ (৪০), মামুন (২৫) রাকিব (২৩)। তাদেরকে নৌ পুলিশের এসপি রুহুল কবীর খানের নির্দেশনায় দীর্ঘদিন ধরে গ্রেফতারের চেষ্টা করে আসছিল।
লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে ভ্রাম্যমাণ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি ড্রেজারসহ চারজনকে আটক করতে সক্ষম হয়। এই বিষয়ে মামলা রুজু করা হয়েছে যাতে করে আর কোন ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে। নিয়ম-নীতি তোয়াক্কা না করে যদি কেউ অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করে তাহলে নৌ পুলিশ এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে।
Leave a Reply