স্টাফ রিপোর্টার: পাবনায় ডিবি পুলিশের অভিযানে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. সম্রাট (২৫) নামের এক যুবক গ্রেফতার হয়েছে। বুধবার (২২শে ফেব্রুয়ারি) সকালে পাবনা সদর থানাধীন রামানন্দপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সম্রাট রামানন্দপুর গ্রামের হুমায়ন ওরফে হুমাইয়ের ছেলে।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসীর নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধমুক্ত করার লক্ষ্যে, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে বুধবার (২২ ফেব্রুয়ারি) ডিবি পুলিশের এসআই তানভীর রহমান, এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এএস আই মোঃ শামীম সরকার, এএসআই মোঃ আমিনুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন রামানন্দপুর গ্রামস্থ মোঃ সম্রাটের বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মাদক ব্যবসায়ী মোঃ সম্রাটকে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply